বন্যা দুর্গতদের পাশে নেই এমপি রনজিত


স্টাফ রিপোর্টার ঃ
বানবাসী মানুষের পাশে নেই সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। গত ২৯ জুন থেকে পাহাড়ী ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর থেকেই দুর্ভোগে পড়ে হাওরপাড়ের মানুষ। এই দুঃসময়ে নির্বাচনী এলাকার জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাবাসী পাশে নেই। বন্যা দুর্গত স্থানীয় বাসিন্ধারা জানান, ভোট আইলে এমপি মন্ত্রীর দেখা মেলে পড়ে আর পাওয়া যায় না, কোন খোঁজও নেয় না। সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলার এক ভোটার জানান, আমরার এমপিরে ভোটের সময় দেখছিলাম, পরে আর দেখছিনা। শুনছি তিনি সিলেট আর ঢাকা থাকয়ইন। এক গণমাধ্যমকর্মী জানান, ইরকম এমপি আমার জীবনেও দেখছিনা, তাইনরে জরুরী প্রয়োজনে ফোন দিলেও তিনি ফোন ধরেন না। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন, আমার জানামতে এমপিসাব বন্যা চলাকালে জামালগঞ্জে আসেন নি। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী বিলকিস জানান, এমপি সাব হাওরে ঘুইরা গেছেন, তবে ত্রান দিবেন। মধ্যনগরের এক সাংবাদিক জানান, সুনামগঞ্জ-১ আসনের এমপি মধ্যনগরে দ্বিতীয় দফা বন্যায় আসেননি।

নিউজটি শেয়ার করুনঃ