সদরে চপলেই ভরসা ভোটারদের


স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চপলেই ভরসা ভোটারদের। গত দুইদিনে দৈনিক সুনামগঞ্জের সময়ের বিশেষ টিমের জরিপে এমনটাই উঠে এসেছে। উপজেলার ৯ ইউনিয়ন জুড়েই মোটর সাইকেলের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের দাবী, খায়রুল হুদা চপল গত ৫ বছরে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন,সুখে দুখে সাধারন মানুষের পাশেই ছিলেন। সম্প্রতি জোয়ালভাঙ্গা হাওরে যখন বোর ফসল পানিতে ডুবে নষ্ট হওয়ার অবস্থা সৃষ্টি হয় ঠিক তখনই উপজেলা চেয়ারম্যান চপল নিজ অর্থায়নে বাঁধ তৈরি করে দিয়ে কৃষকদের ফসল ঘরে তোলার ব্যবস্থা করে দেন। এছাড়া উপজেলা চেয়ারম্যানের বড় ভাই আলহাজ্ব নুরুল হুদা মুকুট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার সুবাধে সদর উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলে বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। তাই সদর উপজেলার উন্নয়নে খায়রুল হুদা চপলের বিকল্প নেই। গৌরারং ইউনিয়নে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মাঝে চপলই যোগ্য ও সৎ মানুষ। আমাদের এলাকায় গত ৫ বছরে ব্যাপক উন্নয়নও করেছেন তিনি। আমরা এলাকাবাসী এবারও তাকেই বেঁছে নেবো। মোহনপুর ইউনিয়নের এক ভোটার জানান, সদর উপজেলায় খায়রুল হুদা চপলের বিকল্প নাই। মোটর সাইকেলের পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও দেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ সভাপতি খায়রুল হুদা চপল বলেন, গেল ৫ বছর সদর উপজেলার সাধারন জনগনের সুখে দুখে পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামুলক কাজে নিয়োজিত ছিলাম। আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনে আবারও প্রার্থী হয়েছি। আমি শতভাগ আশাবাদী আগামী ৫ জুন উপজেলাবাসী আমার নির্বাচনী প্রতিক মোটর সাইকেলে ভোট দিয়ে পুনরায় বিজয়ী করবে,ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুনঃ