স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপ) উপলক্ষে সংবাদ সংগ্রহে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা রিটানিং কর্মকর্তার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা) ফারজানা হোসেন’র সঞ্চালনায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ প্রকাশের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম।
এসময় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আরটিভি জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভির নিজস্ব প্রতিবেদক দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়-এর স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ, মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাক, দিপ্ত টিভি প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।