আশা বাদাঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিনামূল্যে চিকিৎসা সেবা পেল শতাধিক মানুষ

তানভীর আহমেদঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলায় আশা বাদাঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম চলে। আশা বাদাঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ ডা. মোছা: সাদিয়া সুলতানা ও তার সহকর্মীরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। দূরদূরান্ত থেকে বিনামূল্যে এই সেবা গ্রহণ করতে অসহায় ও সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন ছুটে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি উপকারভোগীরা। এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ খাঁন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী। এসময় উপস্থিত ছিলেন, আশা বাদাঘাট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার সুজিত কুমার দাস, আশা বাদাঘাট ১ ও ২ এর ব্রাঞ্চ ম্যানেজার মো. আবু সাঈদ খান, আলয় চন্দ্র শীল, এসিস্ট্যান্ট ম্যানেজার মো. মুজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ