স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৭টি হাওরের ফসলরক্ষাবাঁধের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। জানাাযায়, চলতি অর্থ বছরে ধর্মপাশা উপজেলার হাওরগুলোর বোর ফসলরক্ষায় ৯৬ টি বাঁধের জন্য প্রায় ২১ কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার। ২৮ ফেব্রুয়ারী কাজ শেষ করতে না পারলেও বর্ধিত সময় ১৫ মার্চের ভিতরে উপজেলার চন্দ্রসোনারতাল, সোনামড়ল, ধানকুনিয়া হাওরসহ ৭ টি হাওরর সবগুলো বাঁধের কাজ শেষ হয়েছে। ধর্মূপাশা উপজেলায় কর্মরত পাউবো’র এস.ও জাহাঙ্গীর আলম জানান, ধর্মপাশা উপজেলার ৭ টি হাওরের ফসলরক্ষাবাঁেধর কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাঁধগুলো টেকসই হওয়ার কারনে বন্যায় বোর ফসলের ক্ষতি হবেনা। ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন জানান, হাওরের ফসলরক্ষাবাঁধের কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগাম বন্যায় বোর ফসলের ক্ষতি হবে না।