স্টাফ রিপোর্টার::
দ্রুত ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ, গণশুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। শনিবার বেলা ১১ টায় শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক সালেহী চৌধুরী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেন, গোপেন্দ্র সমাজপতি, সাংগঠনিক স¤পাদক নির্মল ভট্টাচার্য, আরতি তালুকদার কলি, রমেন্দ্র কুমার দে, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে হাওর দূর্নীতির কারণে হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। তখন জেলার ২ লাখ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। এবছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্ত বাঁধ নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে না। গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরের প্রত্যেক বাধে কাজ শুরু করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ২০ ভাগ বাধের কাজ শুরু হয়নি। এখন পর্যন্ত অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়। উল্লেখ্য, জেলার ১১ টি উপজেলায় সংগঠনের সদস্যরা এক যুগে এ কর্মসুচি পালন করেছে।