বাদাঘাট বাজারে আফতাব ও তার লোকজনের হামলায় ঈগল সমর্থিত জাহাঙ্গীর গুরুতর আহত


স্টাফ রিপোর্টার ঃ
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সাবেক চেয়ারম্যান আফতাব ও তার লোকজনের হামলায় স্বতন্ত্রপ্রার্থী সেলিম আহমদের ঈগল সমর্থিত এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টায় বাদাঘাট বাজারের বাদামপট্রিতে নির্বাচনী প্রতিহিংসার জের ধরেই নৌকা সমর্থিত সাবেক চেয়ারম্যান আফতাব, কামড়াবন্দ গ্রামের সজল, মানিকসহ একটি সংঘবদ্ধ চক্র ঈগল সমর্থিত জাহাঙ্গীরকে রট দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত ঘাগড়া গ্রামের জাহাঙ্গীরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিংসাসেবা শেষে সিলেটে প্রেরন করা হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, নির্বাচনী প্রতিহিংসার জের ধরেই বাদাঘাট বাজারে দু’পক্ষের মাঝে মারামারি হয়েছে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুনঃ