স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন,
হাওরাঞ্চলের নদীপথকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নদীপথে যদি কোথাও কোনো সিন্ডিকেট থাকে তাহলে সেসব সিন্ডিকেট দ্রুত ভেঙে দেওয়া হবে। নদীপথে কোনো নৌ শ্রমিক ও চালক তাদের যেন নির্যাতিত হতে না হয় সেই লক্ষ নিয়ে কাজ করবো৷
শুক্রবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ভূইয়ারহাটি থেকে মদনপুর বাজার গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে হাজারো দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রেণিপেশার সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন রনজিত সরকার।
এমপি রনজিত আরও বলেন, বিগত ৭জানুয়ারি আপনারা আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখে নৌকা প্রতীকে ভোট বিজয়ী করেছেন সেই ঋণ সুদ করা সম্ভব না৷ তবে কথা দিতে পারি আপনাদের সুখে, দুঃখে পাশে পাবেন। আপনাদের সকল দাবী হয়তো পূরণ করা সম্ভব হবে না, তবে আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ চেষ্টা করবো এই অবহেলিত জনগোষ্ঠীর পাশে থাকার৷ আপনারা সহযোগিতা করবেন যেন এলাকার উন্নয়নে কাজ করে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, হিলিপ’র জেলা প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান খান, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার প্রমূখ।