স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএসসি’র সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। শেখ হাসিনা ক্ষমতা থাকলে দেশে সার্বিক উন্নয়ন হয়। তাই আমাদের সবাইকে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ- আসনের আ.লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মামুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান পীর, অ্যাড. চান মিয়া, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, অ্যাড. নজরুল ইসলাম সেফু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. স্বপন রায় সপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সৈয়দ ফারুক আহমেদ, অমল কান্তি কর, বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, এটিএম শাহীন রেজা, লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, শাহারুল আলম আফজাল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় প্রমূখ।