শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার


জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকা থেকে অভিযান চালিয়ে রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী। এর আগে গত শুক্রবার বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী চলাকালীন উপজেলার পাগলা বাজারে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগ এনে শান্তিগঞ্জ থানার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা দায়ের করেন শান্তিগঞ্জ থানার এসআই মো. আফাতাবউজ্জামান রিগ্যান। সেই মামলার তালিকায় ৩ নম্বর আসামী রওশন খাঁন সাগর। এব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, পাগলা বাজারে নাশকতা সৃষ্টির মামলায় রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সুপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ