স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর সোয়া ২টায় পুলিশ সুপারকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। পরবর্তীতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত অফিসার ও ফোর্সগণ পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।