স্টাফ রিপোর্টার:
বিএনপির ডাকা ৩দিনের অবরোধ ব্যর্থ হয়েছে উল্লেখ্য করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, বিএনপির অবরোধ তিন দিন না টানা ৩০ দিন দিলেও তা সফল হবে না, দেশের মানুষ এখন হরতাল-অবরোধ চায় না। দেশের সব অফিস-আদালত, স্কুল-কলেজ খুলা রয়েছে, যে যার কাজে যাচ্ছে। তিনি বলেন, মানুষ এখন কাজ চায়। প্রত্যেকটা মানুষ এখন যার যার কাজ নিয়ে ব্যস্ত। যার হরতাল-অবরোধ দিচ্ছে তাদের নেতাকর্মীরাই জানে না যে তারা হরতাল-অবরোধ ডেকেছে। আপনারা দেখবেন, তাদের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন সেবা নেওয়ার জন্য বিভিন্ন অফিস-আদালতে যাচ্ছেন। আজকে যারা অবরোধ ডেকেছে তারাই শহরে বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করছেন। এতে স্পষ্ট বুঝা যায় বিএনপির ডাকা অবরোধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ওয়েজখালী থেকে পুনরায় দলীয় কার্যালয়ে শোভাযাত্রাটি শেষ হয়৷ এর আগে, সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর সদর উপজেলা আঞ্চলিক উপ-কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। নোমান বখত পলিন আরও বলেন, যারা সরকারী চাকরিজীবী রয়েছেন তাদের দিকে লক্ষ্য করুন, দেখুন তাদের মধ্যে অনেকে বিএনপির সমর্থকও রয়েছেন। তারাও নিয়মিত তাদের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কে কোন দল করে তা দেখে চাকরি দেয় না। আওয়ামী লীগ সরকার দলমত নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়। আপনারা লক্ষ্য করবেন, বর্তমানে বাংলাদেশে অনুষ্ঠিত যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষা যখন হয় তখন দেখবেন সেই পরীক্ষায় বিএনপির-ছাত্রদলের নেতৃবৃন্দরাও অংশ নিচ্ছেন। তাদের অনেকেরই চাকরি হচ্ছে। তিনি বলেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ তথা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে যেভাবে মানুষ সারা দিচ্ছে, বিএনপি হরতাল বা অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তার সুনামগঞ্জে বিন্দু মাত্র প্রভাব পরেনি। সুনামগঞ্জ একটি শান্তির শহর, এই শহরের সব কিছুই পূর্বের ন্যায় স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস চলাচল করছে। শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু ,যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড স্বপন রায় সপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড মাহমুদুল হাসান শাহিন, দপ্তর সম্পাদক অ্যাড বিমান কান্তি রায়, উপ -প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হুসেন নাহিদ ,সদস্য শাহারুল আলম আফজাল ,সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তন্ময় দাস প্রমুখ।