সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার::
সারাদেশ ব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।

রবিবার (২৯শে অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরসভার মেয়র নাদের বখ্ত। সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নাদের বখ্ত ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে হরতাল বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল করে দলটি। দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাতের আগুন সন্ত্রাস আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে। জেলা আওয়ামী লীগ বিএনপি জামাতের নাশকতা ও সহিংসতার জবাব তাৎক্ষণিকভাবে দিতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের আগমুহূর্তে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে তা দেশের জনগণ মেনে নিবে না। বাংলাদেশের মানুষ জ্বালাও পুড়াও বিশ্বাস করে না, দেশের মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কথা বলছে। বিএনপি বাংলাদেশ দখল করবে, এই কথা আর দেশের জনগণ বিশ্বাস করে না। আজকে সুনামগঞ্জের দিকে লক্ষ্য করুন, দেখুন সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, শহরে যানবাহন চলছে। ঢাকা থেকে আর লন্ডন থেকে বসে ষড়যন্ত্র করে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, এডভোকেট চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেফু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট কল্লোল তালুকদার চপল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন রায়, সদস্য অজয় কান্তি তালুকদার দুলন, অমল কান্তি কর, আজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন অপু, ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ