স্টাফ রিপোর্টার::
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাহিরপুরে বয়ষ্কদের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বয়স্কদের মধ্যে এসব ভাতা বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সোনালী ব্যাংক তাহিরপুর শাখার ম্যানেজার নিকিলেশ তালুকদার। এসময় সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। কোনো প্রকার ভোগান্তি ছাড়া ভাতা উত্তোলন করতে পেরে খুশী ভুক্তভোগীরা। সোনালি ব্যাংক তাহিরপুর শাখার ম্যানেজার নিকিলেশ তালুকদার বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি কতৃক গৃহীত কর্মসূচির আওতায় বয়স্কদের মধ্যে বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে।