সুনামগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডায়নার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরীন দিনা ডায়না সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানজিদা নাসরীন দিনা ডায়না বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার পরিবার জড়িত। ৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় সুনামগঞ্জে প্রথম আমার পিতা জসিম উদ্দিন দিলীপ লাল সবুুজের পতাকা হাতে নেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্ঠা কমিটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত। আমার ভাই আরমানুল সিদ্দিক মান্না ছাত্রলীগের রাজনীতি শেষ করে জেলা যুবলীগের রাজনীতিতে সক্রিয়। আমার পরিবার সর্বদাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ণ তুলে ধরে বিভিন্ন নারী সমাবেশে বক্তব্য রাখছি। আমি এবং আমার পরিবার আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করছি। আমার সাথে রয়েছেন যুব মহিলা লীগের একদল ত্যাগী সহকর্মী। আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার সংগঠনের নেতৃবৃন্দরা আমাকে সুনামগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী দেখতে চান। তৃনমূল নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, সহ-সভাপতি সালেহা বেগম, স্বাধীনা বেগম, জবা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক লিপি আক্তার, হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক জ্যোৎসনা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ সালমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক অজান্তা পাল, সহ সাংস্কৃতিক সম্পাদক দিপালী রানী দাস, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলেনা বেগম, সহ শিক্ষা প্রশিক্ষণ সম্পাদিকা মুনমুন পাল বিন্দা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবিতা দে, তাহিরপুর উপজেলার সভাপতি আইরিন আক্তার, ফুল মালা বেগম, জ্যোৎসনা বেগম, খুশনেহার বেগম, রুনা লায়লা, সদর উপজেলার সভাপতি মাহফুজা আক্তার মনি, দোয়ারা বাজার সভাপতি শামছুন্নাহার বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ