জগন্নাথপুরে ইউএনও পরিচয়ে চাওয়া হচ্ছে টাকা


জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে বিভিন্নজনের কাছে চাওয়া হচ্ছে টাকা। এ বিষয়ে সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজেদুল ইসলাম। জানাগেছে, মোবাইল নাম্বার ০১৯৫৬৪৫৬১৮৬ ব্যবহার করে ইউএনও পরিচয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে প্রতারক হতে সাবধান থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এ রকম কোন ফোন পেয়ে যেকোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সাথে সাথে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজেদুল ইসলামকে অবহিত করার জন্য আহবান জানানো হয়। সেই সাথে প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ১১ আগস্ট বৃহস্পতিবার জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ