স্টাফ রিপোর্টার::
সারাদেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গত বৃহ¯পতিবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস-স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে অবস্থিত বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় তারা পুলিশের বাঁধার মুখে পড়েন। এবং সামান্য উত্তেজনা সৃষ্টি হয় নেতাকর্মীদের মাঝে। পরে নেতা কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ স¤পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি এ্যাড.মল্লিক মঈন উদ্দিন সুহেল, আকবর আলী, নাদের আহমদ, সেলিম উদ্দিন, এ্যাড. শেরেনুর আলী, আনিসুল হক, আবুল মনসুর মোহাম্মদ সৌকত, যুগ্ম স¤পাদক – নাছিম উদ্দিন লালা, এ্যাড,জিয়াউর রহিম শাহিন, জেলা কমিটির উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ- সাংগঠনিক স¤পাদক মোর্শেদ আলম,, আব্দুর রহিম, জেলা বিএনপি নেতা হাজী আকুল আলী, শফিকুল ইসলাম শফিক,আশিকুর রহমান,জেলা যুবদলের সাধারণ স¤পাদক এ্যাড, মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম স¤পাদক তফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক মনাজ্জির হুসেন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।