জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় রাখাল শিশু আহত


জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে লেগুনা গাড়ির ধাক্কায় হোসাইন মিয়া নামের ১৩ বছরের এক পথচারী গরু রাখাল শিশু আহত হয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত জরুপ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে স্থানীয় নাদামপুর পয়েন্ট নামক স্থানের জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে স্থানীয় নাদামপুর পয়েন্ট নামক স্থানের সড়ক দিয়ে গরু নিয়ে যাচ্ছিল রাখাল শিশু হোসাইন। এ সময় কলকলিয়া স্ট্যান্ডের একটি যাত্রীবাহী লেগুনা গাড়ির ধাক্কায় রাখাল শিশু হোসাইন আহত হয়। আহত শিশুকে স্থানীয় পথচারী জনতা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। তখন উত্তেজিত জনতা লেগুনা গাড়িকে আটক করলেও চালক পালিয়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

নিউজটি শেয়ার করুনঃ