দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন করলেন ড.জয়াসেন গুপ্তা এমপি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড, জয়া সেনগুপ্তা বলেছেন,দিরাই শাল্লাবাসির উন্নয়নে শান্তি সম্প্রীতির পাশাপাশি এখন সমৃদ্ধির সুবাতাস প্রবাহিত হচ্ছে। দেরীতে হলেও আমরা এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছি। ভালবাসার মানুষ প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের বাস্তবায়নের আজ শুভ সূচনার দিন। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি দিবসের ঐতিহাসিক মুহুর্তে আমরা আমাদের বহুল কাঙ্কিত দিরাই শাল্লার আঞ্চলিক মহাসড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করলাম। এর মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর দিরাই উপজেলা ভায়া শাল্লা-আজমিরীগঞ্জ হয়ে রাজধানী ঢাকার সাথে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। উৎপাদিত কৃষিজাত পণ্য, মৎস্য সম্পদ ইত্যাদি পরিবহন সহজতর হবে, জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিটি পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে এই কাজটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এজন্য এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। রবিবার (২৮ মে) দুপুর ২টায় দিরাই পৌরসভার রাধানগর পয়েন্টে দিরাই-শাল্লা আঞ্চলিক মহা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.জয়াসেন গুপ্তা এমপি এসব কথা বলেন। ৬ শত ২৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এই সড়কটি নির্মাণ করা হবে। দিরাই-শাল্লা আঞ্চলিক সড়কটির উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেট সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত,নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম,ঠিকদারি সংস্থার কর্ণধার লুৎফুর রহমান ও ওহিদুজ্জামান বাবুল, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা সিরাজউদদৌলা ও কাজল বরন দাস প্রমুখ। উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলার নির্বাহী অফিসার আল মুক্তাদির, দিরাইর ইউএনও মাহমুদুর রহমান মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, দিরাই থানা ওসি কাজী মোক্তাদির হোসেন ও শাল্লা থানা ওসি আমিনুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, স্বাধীনতার ৫২ বছর পর দিরাই-শাল্লা সংযোগ সড়ক স্থাপিত হওয়ার খবরে দুই হাওর অধ্যুষিত দুই উপজেলাবাসির সাধারণ জনগনের মধ্যে বইছে আনন্দের জোয়ার। সড়ক ও জনপদ বিভাগ সুত্রে জানা গেছে,দুই উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রচেষ্টায় ২০০৯ সালে দিরাই হতে শাল্লা পর্যন্ত সড়ক নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহন করা হয়। কিন্তু প্রকল্প এলাকা হাওড় অঞ্চলে অবস্থিত হওয়ায় বিভিন্ন বাস্তবমুখী কারনে ২০১৭ সালে প্রকল্পটি অসমাপ্ত অবস্থায় সমাপ্ত ঘোষনা করা হয়। পরবতীতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পতœী দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা সড়কটি নির্মাণে একাধিক বার জাতীয় সংসদে দাবি উত্থাপন করেন। ড.জয়া সেনের দৃঢ় প্রচেষ্টায় সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের এই সড়ক নির্মাণ কাজ নতুন ভাবে একনেকে অনুমোদিত হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জন্মভূমি নির্মাতা ওহিদুজ্জামান চৌধুরী-দি নির্মিত জয়েন্ট ভেনচার কাজটি নির্মাণ করছে। ৪ টি প্যাকেজে এর প্রাক্কলিত মুল্য ধরা হয়েছে ৬২৮ কোটি ৫৪ লক্ষ টাকা। দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন; হাওরাঞ্চলে আনন্দের জোয়ার প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্নের বহুল প্রত্যাশিত দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বেলা ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুরঞ্জিত পতœী ড. জয়া সেন গুপ্তা এমপি । উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সওজ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ঠিকদারি সংস্থার কর্ণধার লুৎফুর রহমান ও ওহিদুজ্জামান বাবুল,মেয়র বিশ্বজিৎ রায়,আওয়ামীলীগ নেতা সিরাজউদদৌলা, কাজল বরন দাস প্রমুখ। উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলার নির্বাহী অফিসার আল মুক্তাদির, দিরাইর ইউএনও মাহমুদুর রহমান মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহ,ওসি কাজী মোক্তাদির হোসেন ও ওসি আমিনুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুনঃ