তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির এই দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা, তাহিরপুর থানা ইন্সপেক্টর তদন্ত কাওছার আহমদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক হাফিজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শুকুর আলী, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর স¤পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, সাংবাদিক শওকত হাসান প্রমূখ। এছাড়াও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, আলী আহমদ মোরাদ, মাসুক মিয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।