শাল্লা প্রতিনিধি::
শাল্লায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের গণ মিলনায়তনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, বাহাড়া ইউপির চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাশ, সিনিয়র সাংবাদিক পি সি দাশ পীযুষ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীগণ।