নোয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় জাতীয় শোক দিবস অনুষ্টিত


স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে নোয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিষ্টিত হয়েছে। বৃহ¯পতিবার ১১ টায় ভীমখালী ইউনিয়নের মাদ্রাসার মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের সভাপতি মিছাবাহ উদ্দিন। শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও মো: নুর উদ্দিন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ স¤পাদক এম নবী হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ থানা ওসি মীর মো: আব্দুন নাসের, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমপি রতন বলেন, আগস্ট মাস শোকের মাস, শোকাবহ আগস্ট ১৯৭৫ সালে ১৫ আগস্ট এর কালো রাতে ঘাতকের বুলেটের নিহত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারবর্গের ১৭ জন সদস্যদের নিহত হয়। এমপি রতন আরও বলেন, বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা, সেই মহান নায়ক বাঙ্গালী জাতির শ্রেষ্ট বাঙ্গালী শেখ মজিবুর রহমান। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না, সেই মহান নায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। যার বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, স্বাধীন দেশ, বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে, জয় বাংলা, জয় বঙ্গ বন্ধু।

নিউজটি শেয়ার করুনঃ