ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
পদক্ষেপ এনজিও সংস্থার সমৃদ্ধি কর্মসুচির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী এই প্রতিযোগীতা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী নিগার সুলতানা কেয়া। পদক্ষেপ এর এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যাবস্থাপক বিশ্বজিৎ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল,শিক্ষাবিদ আব্দুস ছোবহান মাস্টার,পদক্ষেপের সুরমা ইউনিয়ন ব্রাঞ্চ ম্যানাজার মোঃ বাদল হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানাজার দিলীপ সূত্রধর,এসডিও মোঃ জাহেদুল ইসলাম,মামুনুর রহমান,স্বাস্থ্য প্রোগ্রামের ডাঃ দীপংকর মালাকার,সনেট রায় ও কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন পাভেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

নিউজটি শেয়ার করুনঃ