তাহিরপুরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন

তাহিরপুর প্রতিনিধিঃ-
সারা দেশের ন্যায় তাহিরপুরে ভূমিসেবা সপ্তাহ/২০২৩ উদযাপন করা হয়েছে। স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকাল ১০টায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ-দৌলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন স¤পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ