সরকারী ভাবে শাল্লায় বোরো ধান সংগ্রহ শুরু

শান্ত কুমার তালুকদার::
শাল্লায় চলতি ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমে উৎপাদিত ধানসরকারী ভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোরো ধান সংগ্রহের কাজ শুরু হয়। উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও খাদ্য গুদামে হবিবপুর ইউনিয়নের নারায়নপুরগ্রামের কৃষক মনোরঞ্জন দাস, বাহাড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের কৃষক অমরচাঁন দাস ও একই ইউনিয়নের ডুমরা গ্রামের কৃষক সেন্টু চৌধুরীর কাছ থেকে ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান-চালসংগ্রহ কমিটির সভাপতি মোঃ আবু তালেব। এসময় মোঃ আবু তালেব বলেন, চলতি মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩মে:টন ধান খাদ্য গুদামে কেজি প্রতি ৩০টাকা মূল্যে বিক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন, সরকারী ভাবে উক্ত ধান সংগ্রহ কাজ ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। তবে এবছর ঘুঙ্গিয়ারগাঁও খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্র ১৮শ ৩১মে:টন ধার্য রয়েছে। তবে এবছর সরকারী মূল্যে চাল ক্রয়ের কোনো নির্দেশনা এখনো পর্যন্তপাননি বলে জানান ঘুঙ্গিয়ারগাঁও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল হক চৌধুরী। উক্ত ধান সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধন কালে বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ সর্দার মোঃ ফজলুল করিম, একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহম্মদ তালুকদার এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্নপ্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ