ছাতক প্রতিনিধি::
ছাতকে জাতীয় পার্টি উপজেলা শাখার উদ্দ্যোগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষাভ মিছিল গোবিন্দগঞ্জ এলাকা থেকে বের হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ কাহারের সভাপতিত্বে ও যুব সংহতির সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশ অন্যান্যদের বক্তব্য রাখেন জাপা উপজেলা সাধারন স¤পাদক সামছুদ্দীন, সেলিম আহমদ, রমজান আলী, দিলবর আলী, সাজিদ আলী,ইরফান আলী, রাকিব আলী,আতাউর রহমান, ডাক্তার আব্দুল মান্নান পীর, যুব সংহিত নেতা ফয়জুল ইসলাম. ওলিউর রহমান, মিনর উদ্দিন, ছমির উদ্দীন, ইসমাইল আলী, রাসেল আহমদ, রিপন আহমদ, খালেদ আহমদ,হারিছ আলী, মোস্তাক আহমদ প্রমুখ। বক্তারা বলেছেন,আমরা শ্রীলঙ্কার মতো স্বৈরশাসন চাই না, মেগা প্রকল্প চাই না। বাংলাদেশকে ৮০ হাজার কোটির টাকা সুদ দিতে হচ্ছে। ২/১ বছর পর সুদ ও আসল পরিশোধ করতে মহা বিপদের সামনে পড়বে দেশ। রাজস্ব আদায়ের লক্ষমাত্রা পূরণ না হলে ঋণ করে বেতন-ভাতা দিতে হবে। সরকার আইএমএফ এর পরামর্শে জ্বালানী তেলের দাম. বৃদ্ধি কের দেশকে দেউলিয়া পথে দেয়া হচ্ছে। সরকার নজিরবিহীন ভাবে জ্বালানী তেলের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত মেনে নিবে না জাপা। অবিলম্বে জ্বালানী তেলের দাম কমানো দাবি জানান। প্রথমে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা হোসাইন আহমদ।

নিউজটি শেয়ার করুনঃ