স্টাফ রিপোর্টার ::
ধানের চেয়ে ভুট্টা চাষ বেশি লাভজনক হওয়ায় সুনামগঞ্জে বেড়েছে ভুট্টার আবাদ। কৃষকরা কম খরচে বেশি ভুট্টা উৎপদন করতে পেরে চাষে আগ্রহী হয়ে ওঠছেন। কৃষিবিভাগ সার বীজ দিয়ে সহযোগিতা করছেন চাষীদের। জেলা প্রশাসক বলেন, সরকারি প্রণোদনার মাধ্যমে অপ্রচলিত শস্যের উৎপাদন বাড়ানো হচ্ছে। সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাও,পাবর্তীপুর, বাঘমারা, ভৈষারপাড়, সাহেবনগর, মুসলিমপুরসহ ৩০ টি গ্রামের চারপাশ ঘিরে আছে ছোট বড় ভুট্টা ক্ষেত। দূর থেকে যত দূর চোখ যায় তত দূরে ভুট্টা ক্ষেত দেখা যায়। চাষীরা এখন ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তারা ভুট্টা গাছের আগা কেটে দ্রুত ভুট্টার কলা শুকানোর কাজ করছেন। চাষীদের কেউ কেউ ভুট্টা শুকিয়ে মাড়াই ও সংরক্ষনের কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক দুর্যোগে ধানের চেয়ে কমক্ষতি হয় ভুট্টার তাই ভুট্টা চাষ অনেকটা নিরাপদ। ভুট্টার কচি পাতা ও কান্ড গবাদিপশুর খাবার ও জ¦ালানী হিসেবে ব্যবহার করা যায়। সেচ ও সার ও কীটনাশক কম লাগায় এবং বাজার দর ধানের চেয়ে বেশি থাকায় ভুট্টা চাষে আগ্রহী চাষীরা। ধানের চেয়ে কম সময়ে ভুট্টা কেটে ঘরে তোলা যায়। জেলা কৃষি বিভাগ জানায় আলাক্সা পাইওনিয়ার,সুপারসাইন এনকে ৪০,উত্তোরণ সুপার ডিকাল¡ কাবেরী জাতের ভুট্টার চাষ হয় জেলায়। প্রতিবিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় ৮ হাজার টাকা। এক বিঘা জমিতে সর্বোচ্চ ৪০ মণ ভুট্টা উৎপাদন হয়। সেচ ও সার কম লাগা ও বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় বাড়ছে ভুট্টার আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি বছর জেলায় ৫৩৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে । উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫০০ টন যার বাজার মূল্য ৯ কোটি টাকা। চাষীরা বলেন ধানের চেয়ে বেশি লাভ জনক ও উৎপাদন খরচ কম থাকায় তারা ভুট্টার চাষ করেছেন। সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ কুমার তালুকদার বলেন ধানের চেয়ে বেশি লাভ জনক তাই বাড়ছে ভুট্টার আবাদ। কৃষকরা ভুট্টা দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,সরকারি প্রণোদনায় সার বীজ দিয়ে বাড়ানো হচ্ছে ভুট্টার চাষ। ভুট্টা চাষে উৎপাদন খরচ কম লাভ বেশী। হাওরের কৃষকরা অনাবাদি জমিতে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠায় সফল হচ্ছেন।