সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজলুল হক আসপিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল। বৃহস্পতিবার বিকালে শহরের কাজির পয়েন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আবিদুল হক আবিদ এর আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি নাদির আহমদ, আকবর আলী, সেলিম উদ্দিন আহমদ, এডভোকেট আব্দুল হক,জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।