ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইজা) উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, উপজেলা এলজিইডির প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চামরদানি ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাদাত তিতাস প্রমুখ।