তানভীর আহমেদ::
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের কৃষক জসিম উদ্দিনের এক কিয়ার (৩০ শতাংশ) পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই ধান কাটা উৎসবে অংশ নেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই বোরো ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সম্মানিত সদস্য আবুল কাশেম প্রমুখ। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৭ ইউনিয়নে ১৭ হাজার ৩৯৩ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ৮০ হাজার মেট্রিক টনের বেশি চাল উৎপাদন হবে। যার বাজার মূল্য ২৪৪ কোটি ৮০ লাখ টাকার বেশি। জেলার ১২টি উপজেলার মধ্যে ধান উৎপাদনের দিক থেকে তাহিরপুর উপজেলা শীর্ষে রয়েছে।