জগন্নাথপুরে উপ-নির্বাচন : আ. লীগের মনোনয়ন সংগ্রহ করলেন মুক্তা

স্টাফ রিপোর্টার::
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। গত সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে তিনি মনোনয় ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন সংগ্রহ নিয়ে মুক্তা বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচন করার জন্য দলের মনোনয়ন ফরম নিয়েছি। দল চাইলে নির্বাচন করবো। ২৫ মে জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ নির্বাচন ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেল বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনসার প্রতীকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন মুক্তাদীর আহমদ মুক্তা। এ কারনে দল তাকে অব্যাহতি দেয়। পরে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক পত্রে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন উপজেলার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে তাঁর ভুমিকা বেশ প্রশংসিত। একসময়ের তুখোড় ছাত্রলীগ নেতা থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসায় তৃণমূলের নেতাকর্মীদের কাছেও বেশ গ্রহণযোগ্য তিনি।

নিউজটি শেয়ার করুনঃ