তাহিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সবার জন্য স্বাস্থ্য” এ প্রতিপাদ্য নিয়ে গত শুক্রবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ওয়াল্ডভিশন তাহিরপুর এপির সহযোগীতায় র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মহসিন খান, সেবিকা তানিয়া আক্তার প্রমূখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য মেডিকেল অফিসার, কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির ফ্যাসিলিটেটরবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ