স্টাফ রিপোর্টারঃ
তাহিরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।