স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ১১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে শহরের অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে কেক কাটা ও আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক সাফাতুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এহসান শাহ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ডিবির অফিসার ইনর্চাজ নন্দন কান্তি ধর, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক, টিআই মো. হানিফ ও সার্কেল অফিসের ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধুর জন্ম এই বাংলার মাটিতে হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। তিনি বলেন,জাতির পিতা শিশুদেরকে খুব ভালবাসতেন,তাই আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ,তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।