স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ^ম্ভরপুরের ধনপুর ইউনিয়ন পরিষদের সচিব সমির কান্তি দে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শান্তিপূর্ন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অজিত কুমার রায় পেয়েছেন ৪৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী হোসেন পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সমির কান্তি দে পেয়েছেন ৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী মো. মামুনুর রশিদ পেয়েছেন ৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিতেন চৌহান, প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৩৭ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক কাকলি সমাজপতি, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সুব্রত মৈত্র ও সহকারী শিক্ষক রুপেশ দাশ।