ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সকাল ৯.৩০মিনিটে উপজেলা পরিষদ গণমিলনায়তন হল রুমে এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান,ধর্মপাশা(অতিরিক্ত) সার্কেল আলী ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশতানসির বিল¬াহ, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির ও , সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।