ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বকনা বাছুর বিতরণ

স্টাফ রিপোর্টার::
বেসরকারি উন্নয়ণ সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির উদ্যোগে বকনা বাছুর বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের ওয়েজখালীস্থ বিসিক মাঠে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৮৯ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ৮৯টি বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম। প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আহমেদ নুর, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মান্না রায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এরিয়া কো-অর্ডিনেশন এর কাজল দ্রং। পরে গাভী পালন বিষয়ে প্রশিক্ষিত হত-দরিদ্র পরিবারের সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুনামগঞ্জ সদর এপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম জানান, প্রতিটি পরিবার তাদের আয়বৃদ্ধিমূলক কাজ করার জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এর আগেও সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের উপকারভোগী পরিবারের মাঝে বকনা বাছুর সহ নগদ অর্থ ও নানা সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ