আব্দুল আহাদ, জামালগঞ্জ :
জামালগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ৪০ পরিবারের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জের “গৌরবের মুক্তিযোদ্ধা ট্রাস্ট” সংগঠন। শনিবার সকালে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সম্প্রতি আগুনে ভস্মীভূত হয়ে হঠামারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই অর্থ, সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ স¤পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম শামীম। সাধারণ স¤পাদক নোমান বখত পলিন ও অতিথিবৃন্দরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের প্রতিটি পরিবারে নগদ ১ হাজার টাকা, ৩০ কেজি চাল, ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি বিতরণ করা হয়। এসময় আরো বক্তব্য দেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ স¤পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সহসভাপতি জন্টু তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ স¤পাদক রাসেল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক সাজেদুর রহমান, আইনবিষয়ক স¤পাদক এড. মাহবুব হাসান শাহীন। অনুষ্ঠানে সাধারণ স¤পাদক নোমান বখত পলিন তাঁর বক্তব্যে বলেন, আগুনে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পূরণ করার মত নয়। তবুও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা এখানে এসেছি, এবং আপনাদেরকে সহযোগীতা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে ঢাকায় অবস্থান করায় তিনি আসতে পারেননি। তবে আগুনে পোড়া পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পলিন আরো বলেন ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের নতুন ঘর তৈরি করতে যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় তা নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যসহ বিত্তশালীদেরকে নিয়ে করার আশ্বাস প্রদান করেন।