লর্ড ব্যাডেন পাওয়েল’র জন্ম দিন উদযাপন

স্টাফ রিপোর্টার::
সদর উপজেলা স্কাউটস’র আয়োজনে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি)’র ১৬৬ তম শুভ জন্ম দিন উদযাপন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা স্কাউটস ভবনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্কাউটস’র যুগ্ম-স¤পাদক মো.বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.অলি উল্লাহ,সদর উপজেলা স্কাউটস’র সহ-সভাপতি সুজিত কুমার দেব,নমিতা রানী সরকার,সহকারী কমিশনার আতাউর রহমান,প্রদ্যুৎত রঞ্জন দাশ,সাধারণ স¤পাদক নুরুল আনোয়ার ফেরদৌস,এ.এল.টি সদস্য কানন বন্ধু রায়, কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ,কাব লিডার মোহাম্মদ হাবিবুর রহমান,সুস্মীতা ভট্টাচার্য্য,মোছছামদ তামান্না আক্তার,কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সদস্য ইজাজুল হক রবিন,তৌহিদুর রহমান রুহিত প্রমুখ। আলোচনা সভার পর কেক কেটে জন্ম দিন উদযাপন করেন অতিথিরা। পরে বিপি’র ১৬৬ তম শুভ জন্ম দিন উপলক্ষে একটি র‌্যালী প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে জেল রোডস্থ সদর উপজেলা স্কাউটস ভবনে গিয়ে সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুনঃ