তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়নের নব নির্বাচিত দুই চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও মো. মাসুক মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় বাদাঘাট বাজার বণিক সমিতির উদ্যেগে বাদাঘাট বাজার মেইন রোডে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক রফিক আহমেদ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতিরি সভাপতি মো. সেলিম হায়দার। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ তাং, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল হক মাষ্টার, ব্যবসায়ী মো. আবুল হোসেন, মো. শাহ আলম, সারোয়ার ইবনে গিয়াস, জুবায়ের আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঝুমুর তালুকাদার ও উপজেলা ছাত্রলীগ নেতা আযহারুল ইসলাম সোহাগ। অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, ব্যবসায়ী হাজী হামিদ শিকদার, হাজী সফর আলী, হাজী মোস্তফা মিয়া, হাজী রহিম উদ্দিন প্রমূখ। এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ হারুন বিন লায়েছ। শেষে বাদাঘাট বাজারের বণিক সমিতি সকল প্রয়াতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নবনির্বাচিত দুই ইউনিয়ন চেয়ারম্যানকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাদাঘাট বাজার ব্যবসায়িক বৃন্দ।