স্টাফরিপোর্টার:
সুনামগঞ্জের বেড়াজালি বাজারে র্যাব-৯ এর অভিযান পরিচালিত হয়। ০৭/১২/২০২১ইং তারিখ নিজস্ব সোর্সের মাধ্যমে জানা যায় ভারতীয় নাসির পাতা বিড়ির চালান নৌকা যোগে রঙ্গার চর থেকে নিয়ামতপুর বাজারে নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর কমান্ডার শিঞ্চন আহমেদ সিভিল বেশে র্যাব-৯ এর একটি চৌকস টিম নিয়ে বেড়াজালি বাজারের গাং পাড়ে অবস্থান নেন, সন্ধ্যা ৫:৩০ এর দিকে ১ লক্ষ শলাকা নাসির পাতা বিড়ি সহ উক্ত চালান র্যাব এর হাতে আটক হয়, চালানের সাথে থাকা একমাত্র লোকটি ছিল নৌকার মাঝি তার তথ্য অনুযায়ী চালানের মালিককে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।