পালিয়ে বেড়াচ্ছেন সুনামগঞ্জের এমপি’রা, নিজ বাড়িতে অবস্থান করছেন ৩ জন


স্টাফ রিপোর্টার ঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন সরকারের মন্ত্রী-এমপিরা। অনেকেই গা ঢাকা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী সরকারের সুনামগঞ্জের ৫ টি নির্বাচনী আসনের এমপিরা। কেন তারা পালিয়ে বেড়াচ্ছেন এ প্রশ্ন জানতে গিয়ে অনেকেই বলাবলি করছেন যারা দুর্নীতির সাথে জড়িত তাদের পালিয়ে বেড়ানোটাই স্বাভাবিক। এছাড়া তারা খুনি হাসিনা সরকারের নির্বাচনে অংশ নিয়ে জাতির সাথে তামাশ করায় তোপের মুখ থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছেন। এমপিদের মাঝে অনেকেই ক্ষমতার অপব্যাবহার করেই অঢেল সম্পত্তির অধিকারী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সরকার পতনের পরই অনেকর মোবাইল ফোন বন্ধ রেখেছেন। ৫ আগস্ট সরকার পতনের দিনেই গাড়িসহ ভারতে ফাড়ি দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। একই আসনের সাবেক এমপি বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন অবস্থান করছেন ঢাকার গুলশানে। সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা অবস্থান করছেন দিরাই নিজ বাসাতেই। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শান্তিগঞ্জের হিজল বাড়িতেই রয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিকের মোবাইল বন্ধ রয়েছে। দেশেই গা ঢাকা দিয়েছেন তিনি। সাদিক ২০১৪ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের মুটো ফোনে যোগাযোগ করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি দেশেই আছেন আত্মগোপনে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সামসুন্নাহার বেগম (শাহানা রব্বানি) শহরের পুরাতন বাসট্যান্ড এলাকার নিজের বাসায় অবস্থান করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ