স্টাফ রিপোর্টার ঃ
দেশের ব্যাবসায়ীদের র্শীষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল হুদা চপল বলেন, গত উপজেলা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছিলাম, আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। গত ৫ বছরে সদর উপজেলাবাসীর দুর্যোগে-দুর্বিপাকে পাশেই ছিলাম। আপনারা নির্বাচিত করেছিলেন বলেই উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার বড় ভাই নুরুল হুদা মুকুট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সাধারন জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমিও সুনামগঞ্জ সদর উপজেলাকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। তাই আগামী ৫ জুন আমার নির্বাচনী প্রতিক মোটর সাইকেলে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেয়ার আহবান জানাই। গতকাল সন্ধ্যায় মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম. এফবিসিআিইয়ের পরিচালক সজিব রঞ্জন দাস, জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বারর্স অব কমার্সের সহ সভাপতি খন্দকার মঞ্জুর, আওয়ামীলীগনেতা হোসেন আলী, ইউপি সদস্য হাবিবুর রহমান, আওয়ামীলীগনেতা সৈয়দ মাসুম আলী, মতিউর রহমান.