সদর উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের পাবলিক লাইব্রেরী’র সেমিনার হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল হক ওলী। মতিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ আইনজীবী অ্যাডবোকেট শামসউদ্দিন আহমেদ, প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চল পরিচালক সোহেল আহমদ, হবিগঞ্জ জেলা কমিটি’র সভাপতি আব্দুর রব বাহার, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকে আবু হানিফ নোমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সেলিম আহমদ তালুকদার, শ্রমিকনেতা সোহেল আহমদ, লুৎফুর রহমান দুলাল। শুভেচ্ছা বক্তব্য সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোমতাজুল হাসান আবেদ , সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব, সিএনজি ডাইভার সমিতির সভাপতি সুন্দর আলী, মোহাম্মদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ