ধর্মপাশায় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেছেন, সুনামগঞ্জ-১ আসনের (ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর) চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি অবশিষ্ট কাজ গুলো বাস্তবায়ন করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। উন্নয়ন, অগ্রযাত্রায় অপরিরোধ্যভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল।
শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার’র গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু প্রমুখ।
পলিন আরো বলেন, আপনারা এমন একজন মানুষকে (রনজিত) নির্বাচিত করেছেন যিনি ছাত্রলীগ, যুবলীগ করে পরবর্তীতে আওয়ামী লীগে এসেছেন। দলের জন্য হামলা, মামলার শিকার হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তাকে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, আপনারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এজন্য জেলা আওয়ামী লীগ আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আপনাদের এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা সংসদ সদস্যকে বলবেন, তিনি তা সংসদে তুলে ধরবেন। যেভাবে এলাকার উন্নয়ন হয় সেই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।
এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময়, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন