স্টাফ রিপোর্টার :
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখ্ত সুভাষ যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত সোমবার সন্ধ্যায় বোমান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্য জনিত নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিনপুত্র ও তিন কন্যা সহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তিনি সুনামগঞ্জ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা মরহুম হোসেন বখত এর প্রথম পুত্র। তার ছোট ভাই সাবেক পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক, সাবেক মেয়র আইয়ুব বখত জগলুল, বর্তমান পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। মুক্তিযুদ্ধ চলাকালে মরহুম আনোয়ার বখত সুভাষ, শাহজাহান বখত ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মনোয়ার বখত নেক সরাসরি সম্মুখ সমরে অংশ গ্রহণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ৫-আসনের এমপি মহিবুর রহমান মানিক, ২ আসনের এমপি জয়া সেন গুপ্তা, ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, ৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিছবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক, রওনক আহমেদ বখত, সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমদ সহ আরও অনেকে। বুধবার যুক্তরাজ্য তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সুভাষ বখতের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
