স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার যাদুকাটানদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সদর উপজেলার টুকেরবাজার নৌ পুলিশের অভিযানে বালু বোঝাই ষ্টীলবডি নৌকা সহ ২জন আটক। বৃহস্পতিবার সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাঁিড়র ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল গোপন সংবাদেও ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের রক্তীনদীর আবুয়ার মূখে অভিযান চালিয়ে বালু ও পাথর বোঝাই ষ্টীলবডি নৌকাসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালী অনন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে যুবরাজ ও আবিনুর মিয়ার ছেলে আক্তার হোসেন। স্থানীয় ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নিকট খবর আসে একটি চোরচক্র প্রমাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে যাদুকাটা নদীতে বালু ও পাথর উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে স্ট্রীলবডি পাথর বোঝাই নৌকাসহ ২জনকে আটক করেন। এ ব্যাপারে টুকের বাজার নৌ-পুলিশ ফাঁিড়র ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারের রাজস্ব ফাঁিক দিয়ে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবেন তাদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অভ্যাহত থাকান দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।