তানভীর আহমেদ::
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে রেডক্রিসেন্ট কর্তৃক ২০২২ইং সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে নগদ ৪ হাজার ৫শত টাকা ও এক প্যাকেট করে সবজির বীজ বিতরণ করা হয়েছে। গত বৃহ¯পতিবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহরের ফারিহা একাডেমী প্রাঙ্গনে বিতরন কার্যের শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এবং রেডক্রিসেন্টের আজীবন সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ। বিতরণ কার্যের উদ্বোধনের পর সদর উপজেলার সুরমা ও মোল্লাপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারে ৪ হাজার ৫শ টাকা এবং পরিবার প্রতি ০১প্যাকেট সবজীবীজ (ঢেঁড়শ-১০গ্রাম, করলা-১০পিস, লাউ-১০পিস, শসা- ২০পিস, মিষ্টিকুমড়া-১০পিস, বরবটি-২৫গ্রাম, লাল শাক- ২৫ গ্রাম, পুঁইশাক ২৫গ্রাম) বিতরন করা হয়। নগদ অর্থ ও সবজি বীজ পেয়ে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইসচেয়ারম্যান এডভোকেট মোঃ আফতাব উদ্দিন, সেক্রেটারী আলহাজ্ব এডভোকেট মোঃ মতিউর রহমান পীর, ইউনিট কার্যনিবাহী সদস্য সিরাজুর রহমান সিরাজ, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, এনডিআরটি সদস্য কিশোর মজুমদার, আজীবন সদস্য সেরুজ্জামান সেরু, যুবপ্রধান সালেহ আহমেদ রিয়াদ, উপযুবপ্রধান- ২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুবসদস্য ফারজানা আক্তার ঝর্ণা, ফাহিমা আক্তার স্বর্ণা, রিপন ও সুনামগঞ্জ সদর পোষ্ট অফিসের প্রতিনিধিবৃন্দ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও সবজি বিতরণ
