স্টাফ রিপোর্টার::
আধা বিঘা পতিত জমিতে সামান্য উৎপাদন খরচে সুগন্ধি নাগা মরিচ চাষ করে তিন মাসে আয় হয়েছে লাখ টাকা। দেশীয় প্রজাতির এই মরিচ চাষে তেমন পরিচর্যা কিংবা রক্ষণাবেক্ষণ লাগে না। উপজেলার চাহিদা মিটিয়ে মরিচ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। আমাদের এলাকার ভাষায় এই মরিচকে বলা হয় সুগদ্ধি নাগা মরিচ। জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোওয়াগাঁও বাজারে নদীর চরে পতিত জমিতে সুগন্ধি নাগা মরিচ চাষ করেন সফলতা পেয়েছেন নোওয়াগাঁও গ্রামের মৃত. কিতাব আলীর ছেলে মো. নুর উদ্দিন। সুগন্ধি নাগা মরিচ ছাড়াও বিভিন্ন লাভজনক সবজি চাষ করে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি। এবছর তিনি নদীর চরে আধাবিঘা পতিত জমিতে মরিচ চাষ করে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। মাত্র ১২০দিনে এই নাগা মরিচ বিক্রি করে আয় করেছেন লাখ টাকা। তার ক্ষেতে এখনও আরো লাখ টাকার নাগামরিচ পরিপক্ষ হওয়ার অপেক্ষায় আছে। উপজেলার ও সিলেটের বিভিন্ন পাইকাররা এসে জমি থেকে নিয়ে যাচ্ছেন সুগন্ধি নাগা মরিচ। সিলেট বন্দরের ব্যবসায়ী বিলাল হোসেন জানান, আমি নুর উদ্দিন ভাইয়ের জমি থেকে প্রতি ১৫দিন পর পর সুগন্ধি নাগা মরিচ কিনতে আসি। এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে এই সুগন্ধি নাগা মরিচ ক্রয় করে ঢাকায় প্রেরণ করি। আমাদের এই মরিচ ঢাকা চাহিদা মিটিয়ে লন্ডন, আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানী করা হয়। চাষী মো. নুর উদ্দিন বলেন, সারা বছরেই আমি সবজি চাষ করে থাকি। কিন্তু এ বছর কৃষি অফিসের পরামর্শে দেশিয় জাতের সুগন্ধি নাগা মরিচ চাষ করে বেশ লাভবান হয়েছি। প্রথম দিকে দুইশত থেকে আড়াই শত টাকা প্রতি একশত মরিচ বিক্রি করি। এখন মরিচের আকার একটু ছোট হয়ে যাওয়ায় দেড় শত টাকা একশত মরিচ বিক্রি করছি। প্রতি পনের দিন পরপর তিন থেকে চার হাজার সুগন্ধি নাগা মরিচ বিক্রি করি। বিক্রির কোন ঝামেলা নাই প্রতি পনের দিন পরপর মোবাইলে যোগাযোগ করে পাইকার চলে আসে। আরও পনের দিন পর এই গাছ উঠিয়ে আবার নতুন চারা লাগাবো। সেই জন্য চারা তৈরি করেছি। নিজের জমিতে চারা লাগিয়ে বাকী চারা বিক্রি করে দিব। প্রায় বিশ হাজার টাকার চারা বিক্রি করতে পারবো বলে আমি আশাবাদি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, দেশীয় সুগন্ধি নাগা মরিচ চাষ করে নুর উদ্দিন সহ আরও কয়েক কৃষক লাভবান হয়েছে। আমার অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা সতেন্দ্র দেবনাথ এ বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ ও খোঁজ খবর রাখছেন। এই সুগন্ধি নাগা মরিচ চাষ করে অল্প জায়গায় মাত্র তিন মাসে লাখ টাকার উপরে লাভবান হওয়া যায়। নুর উদ্দিনের সুগন্ধি নাগা মরিচ চাষে লাভবান হওয়ায় অনেকেই উৎসাহিত হচ্ছেন। আগামী বছর অনেক কৃষকেই সুগন্ধি নাগা মরিচ চাষের কথা জানিয়েছেন।