দোয়ারাবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি::
‘সবাই মিলে করি পন , বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দোয়ারাবাজারে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার শেখ মোঃ মহসিন, উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ স¤পাদক আশিক মিয়া প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্লস্টিক পরিবেশকে মারাত্মক ভাবে দূষণ করছে । বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে আমাদের কঠিন বিপদ অপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুনঃ